বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » তালার তেঁতুলিয়ায় গ্রাম আদালত সেবা সর্ম্পকে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা
তালার তেঁতুলিয়ায় গ্রাম আদালত সেবা সর্ম্পকে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা
তালা প্রতিনিধি- :
গত ১৫ নভেম্বর সকাল ১০টায় তালা উপজেলায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সর্ম্পকে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনডিপি’র অর্থায়নে ওয়েভ ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ মাহবুবর রহমান, ইউপি সদস্য মোহম্মাদ আলী, আলহাজ্ব শেখ আনছার আলী, এস,এম, আলাউদ্দীন, মোঃ ওহেদ আলী, জাকিয়া সুলতানা ইতি, রেশমা বেগম। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম বলেন, গ্রাম আদালত ইউনিয়ন পরিষদে নারী পুরুষ সবাই এর সেবা পাবে, সহজে এবং গ্রাম আদালত ৭৫,০০০/- টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করা হয়। তাছাড়া গ্রাম আদালতে কোন আইনজীবির দরকার হয় না। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম আদালত সহকারী শাহিনারা খাতুন।