বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাইকেল মধূসূদন দত্তের জন্ম-বার্ষিকী ও মধুমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাইকেল মধূসূদন দত্তের জন্ম-বার্ষিকী ও মধুমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোর জেলা প্রশাসনের আয়োজনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪ তম জন্ম-বার্ষিকী ও মধুমেলা-২০১৮ উপলক্ষে এক প্রস্তুতি কালেকটরিয়েট সভাকক্ষে সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কবীর হোসেন, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অধ্যাপক মশিউর রহমান, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, সাংবাদিক মোতাহার হোসাইন, শিক্ষক উজ্জ্বল কুমার ব্যানার্জী প্রমুখ। সভায় ২০১৮ সালের ২১ জানুয়ারী থেকে ২৭ জানুয়ারী সপ্তাহ ব্যাপীর কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪ তম জন্ম-বার্ষিকী ও মধুমেলা উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।