বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আশাশুনিতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে বাংলাদেশ গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদর সহ ১১টি ইউনিয়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও ওয়েভ ফাউন্ডেশন’র সহযোীতায় ইউএনডিপি’র অর্থায়নে প্রত্যেক ইউনিয়নে একযোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। ‘অল্প সময়ে, সল্প খরচে সঠিক বিচার পেতে, চল যায় গ্রাম আদালতে’ দশ টাকায় ফৌজদারী মামলা, বিশ টাকায় দেওয়ানী মামলা ও সর্বোচ্চ ৭৫ হাজার টাকার মামলা করা যায় গ্রাম আদালতে। যে কোন সময়, যে কোন মামলা করা যায়”। এ শ্লোগানকে সামনে রেখে আশাশুনি উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। প্যানেল চেয়ারম্যান শাহিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। ভিসিএ ছন্দা রানী মন্ডলের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, এসআই আব্দুর রাজ্জাক, প্রভাষক পবিত্র কুমার দাস, প্রকল্প সমন্বয়কারি অক্ষয় কুমার সরকার, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজ, মনিরুল ইসলাম, আব্দুস সাত্তার, সন্তোষ কুমার মন্ডল, পারুল আক্তার, সচিব প্রভাষ কুমার মন্ডল প্রমূখ।
অপরদিকে, বুধহাটায় ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেকের সভাপতিত্বে ও ভিসিএ সোনিয়া পারভীনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মফঃস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক এসএম আহসান হাবিব, সাংবাদিক আকাশ হোসেন, ইউপি সদস্য রাফেজা খানম, রবিউল ইসলাম, শিষ মুঃ জেরী, রেজওয়ান আলী উদ্যাক্তা বিল্লাল হোসেন প্রমূখ। বড়দলে ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে ও ভিসিএ ধনঞ্জয় কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মফিজুল ইসলাম, মাসুদুর রহমান সানা, লাহুমা বেগম, শিখারানী মন্ডল, সচিব খায়রুল ইসলাম প্রমূখ। কাদাকাটিতে ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকারের সভাপতিত্বে ও ভিসিএ মহেশ চন্দ্র মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য অমৃত কুমার সানা, শাস্বতি রানী মন্ডল, অচিন্ত কুমার সানা, রমজান আলী, অনুকুল চন্দ্র বাছাড়, কাকলী সরকার, রমেছা খানম প্রমূখ। খাজরায় প্যানেল চেয়ারম্যান জালাল উদ্ধিনের সভাপতিত্বে ও ভিসিএ শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, কমান্ডার দীলিপ কুমার সরকার, ইউপি সদস্য হোসেন আলী, আরব আলী, তাহমিনা খাতুন প্রমূখ। দরগাহপুরে ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলীর সভাপতিত্বে ও ভিসিএ হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মুজিবুর রহমান, মনিরুল ইসলাম, শাহ আলম বাচ্চু, তাসলিমা খাতুন প্রমূখ। শ্রীউলায় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে ও ভিসিএ অজয় কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা রহুল আমিন ইউপি সদস্য ইয়াছিন আলি, অলিউল্লাহ অলু সানা, জালাল উদ্দীন, নাজমুল হুদা, মাজিদা খানম, ইউপি সচিব সরজিত সরকার প্রমূখ। শোভনালীতে ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ভিসিএ কনক চন্দ্র মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন, ফারুক হোসেন, উদয় কান্তি বাছাড়, আব্দুল গফ্ফার, ছালেহা আহম্মেদ, পূর্ণিমা রানী মন্ডল প্রমূখ। এ ছাড়া প্রতাপনগরে ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে ও ভিসিএ রহমত আলীর পরিচালনায়, আনুলিয়ায় ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের সভাপতিত্বে ও নাসরিন সুলতানার পরিচালনায় এবং কূল্যায় ইউপি চেয়ারম্যান এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভিসিএ মুনসুর আলীর পরিচালনায় অনুরুপ কর্মসূচী পালন করেছে বলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সূত্রে জানাগেছে।