বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় গ্রাম আদালত সেবা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক র্যালী অনুষ্ঠিত
পাইকগাছায় গ্রাম আদালত সেবা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক র্যালী অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার ১০ ইউনিয়নে পৃথক পৃথক ভাবে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত র্যালীতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহিদুল ইসলাম, উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন, সুফিয়া বেগম, আবু হাসান, জগন্নাথ দেবনাথ, এমএ সাত্তার ও গ্রাম আদালত সহকারী নাজমুন নাহার। রাড়–লী ইউনিয়ন পরিষদ আয়োজিত র্যালীতে অংশগ্রহণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, ইউপি সচিব সঞ্জিব কুমার ঘোষ, ইউপি সদস্য আব্দুল হামিদ, জাহান আলী গাজী, মজিদ গোলদার, সাত্তার গাজী, আবুল কালাম, পিযুষ কান্তি দাশ, মফিজুল ইসলাম, রণজিত দাশ, শেখ রেজাউল ইসলাম ও গ্রাম আদালত সহকারী প্রশান্ত কুমার ঘোষ। চাঁদখালী ইউনিয়ন পরিষদ আয়োজিত র্যালীতে অংশগ্রহণ করেন ইউপি সচিব জিএম আব্বাস উদ্দীন, ইউপি সদস্য মোঃ আহসান উল্লাহ, নজরুল ইসলাম হিরা, সুষমা রানী মন্ডল, শফিকুল ইসলাম, মশিউর রহমান রাজু, আক্কাজ আলী ঢালী, ফজলুল করিম, মাহমুদা জামান, লুৎফর রহমান, হাবিবুর রহমান গাজী, মান্নান গাজী, নূরুন্নাহার ও গ্রাম আদালত সহকারী কৃষ্ণা সরকার। লতা ইউনিয়ন পরিষদ আয়োজিত র্যালীতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, ইউপি সদস্য কৃষ্ণ রায়, সেবানন্দ রায়, বিশ্বজিৎ শীল, প্রধান শিক্ষক সুকুমার সরকার, সবুর হোসেন ও গ্রাম আদালত সহকারী উৎপল সরকার। দেলুটি ইউনিয়ন পরিষদ আয়োজিত র্যালীতে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য রণধীর মন্ডল, আশিষ হালদার, চঞ্চলা রানী মন্ডল, রাম টিকাদার ও গ্রাম আদালত সহকারী সমীরণ মন্ডল। অনুরূপভাবে কপিলমুনি, হরিঢালী, সোলাদানা, লস্কর ও গড়ইখালীতে অনুরূপ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে ইউপি চেয়ারম্যান, মেম্বর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।