বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা থানায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে
পাইকগাছা থানায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা থানা এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার দিনভর ওসি আমিনুল ইসলামের তদারকিতে থানা ভবনের চারিপাশে এবং আবাসিক এলাকায় ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এরআগে উপজেলা পরিষদ ও পৌর ভবনে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অবশেষে গোটা থানা এলাকা সিসি ক্যামেরার আওতায় আসায় উপজেলার প্রশাসনিক ও আইন শৃংখলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ প্রযুক্তিগত নিরাপত্তার আওতায় চলে এসেছে। থানার সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে এএসআই শরিফ আল মামুন জানান, থানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আমাদের স্ব স্ব দায়িত্ব পালনে অধিক দায়িত্বশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, থানার চারিপাশে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তা জনিত ঝুকি নিয়েই থানার সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দেশের অভ্যন্তরীন সন্ত্রসী ও অপরাধীদের অপরাধের ধরণ ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এ জন্য গোটা থানা এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।