শনিবার ● ১৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ব্যবসায়ীর ৭ দিনের কারাদন্ড
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ব্যবসায়ীর ৭ দিনের কারাদন্ড
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ইউছুফ আলী (৩০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা মাহমুদকাটী বাজার সংলগ্ন সাদিয়া ফিসে অভিযান চালিয়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় পুশ করার উপকরণ সহ নোয়াকাটি গ্রামের মাদার গাজীর ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী ইউছুফ আলীকে আটক করে। এ সময় পুশকৃত ১৫ কেজি চিংড়ি জব্দ পূর্বক বিনষ্ট করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইউছুফ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, এসআই আব্দুল মান্নান ও পেশকার দিপংকর মল্লিক।