শনিবার ● ১৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় শয্যাশায়ী মোসলেম গাজীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
পাইকগাছায় শয্যাশায়ী মোসলেম গাজীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মোসলেম গাজী (৬৫) নামে হতদরিদ্র এক ব্যক্তি গাছ থেকে পড়ে গিয়ে গত এক বছর যাবৎ শয্যাশায়ী হয়ে মানবেতর জীবন-যাপন করছে। উন্নত চিকিৎসার জন্য তার পরিবার সমাজের স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছে। জানাগেছে, উপজেলার বান্দিকাটী গ্রামের মৃত বুধু গাজীর ছেলে মোসলেম গাজী পেশায় একজন দিন মজুর ব্যক্তি। প্রায় এক বছর আগে সে উপজেলা পরিষদের সমাজসেবা অফিস সংলগ্ন নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। পরে উপজেলা পরিষদের সিএ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করে। গাছ থেকে পড়ে গিয়ে মোসলেমের মেরুদন্ড ও বুকের পাজরের কয়েকটি হাড় ভেঙ্গে যায়। চিকিৎসার অভাবে বর্তমানে মোসলেম তার বাড়িতে শয্যাশায়ী হয়ে মানবেতর জীবন-যাপন করছে। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হয়। এ জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন করেছেন মোসলেমের পরিবার। সাহায্য পাঠাবার ঠিকানা ঃ নাজমা খাতুন সঞ্চয়ী হিসাব নং- ৭৪৭৫, বাংলাদেশ কৃষি ব্যাংক পাইকগাছা শাখা, খুলনা।