রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন ভারতের সুন্দরী মানুষী
‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন ভারতের সুন্দরী মানুষী
এস ডব্লিউ নিউজ।
১৬ বছর পর ফের মিস ওয়ার্ল্ড এর মুকুট জিতে নিল ভারত। এর আগে ২০০০ সালে সর্বশেষ ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড এর মুকুট পরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
আর এবার সেই মুকুট পরলেন মানুশি চিল্লার (২১)।
চীনের সাংহাই শহরে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৬৭তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। ইংল্যান্ডের স্টেফানি হিল ও মেক্সিকোর আন্দ্রেয়া মিজাকে হারান ভারতীয় সুন্দরী।
প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ হয়েছেন মেক্সিকোর আন্দ্রেয়া মিজা আর ইংল্যান্ডের স্টেফানি হিল হয়েছেন প্রথম রানার আপ।
২১ বছরের হরিয়ানার মেয়ে মানুষী ৪০তম স্থান থেকে উঠে আসেন পঞ্চদশ স্থানে। তখনই আশা জাগে, মিস ওয়ার্ল্ডের মুকুট উঠতে পারে তার মাথায়।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ইতিহাসে মনুষী ছয় নম্বর ভারতীয় হিসেবে সেরার মুকুট জিতলেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০৮ জন সুন্দরী অংশ নেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার এবারের আসরে।
প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। কিন্তু সেমিফাইনালে বাদ পড়েন বাংলাদেশের এই সুন্দরী।
সেমিফাইনাল পর্বে ওঠেন অস্ট্রেলিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ব্রাজিল, কুক আইল্যান্ড, ইংল্যান্ড, ফিজি, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, রাশিয়া, স্লোভাকিয়া ও সাউথ আফ্রিকার প্রতিযোগী।