সোমবার ● ২০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছা উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা
পাইকগাছা উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। উপস্থিত ছিলেন, সার-বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, সাংবাদিক আব্দুল আজিজ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, বীজ ও সার ডিলার প্রতিনিধি নূর ইসলাম খাঁ, রামপদ পাল ও আজাহারুল ইসলাম লাভলু। সভায় উপজেলা কৃষি অফিসার বলেন, বর্তমানে উপজেলায় ৫৬ মেট্রিক টন ইউরিয়া, ৩০ মেট্রিক টন টিএসপি, ২০ মেট্রিক টন এমওপি ও ১৭ মেট্রিক টন ডিএপি সার মজুদ রয়েছে। এ ছাড়া বোরো মৌসুমে ১১২ মেট্রিক টন চাহিদার স্থলে ৩৩ মেট্রিক টন বীজ বরাদ্দ হয়েছে বলে উল্লেখ করা হয়।