মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » মাগুরায় আশা’র উদ্যোগে আলোচনা সভা ও বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান
মাগুরায় আশা’র উদ্যোগে আলোচনা সভা ও বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান
মাগুরা প্রতিনিধি।
বে-সরকারি স্বেচ্ছাসবী সংগঠন আশা’র দরিমাগুরা আঞ্চলিক কর্যালয়ে মাগুরা সদর ব্রাঞ্চের উদ্যোগে গতকাল মঙ্গলবার অনিয়মিত সদস্যদের নিয়মিত করণ ও বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আশা’র রিজিওনাল ম্যানেজার আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা ও যশোরের বিভাগীয় কর্মকর্তা মোতাহার হোসেন বাহার, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার একরামুল হক। বক্তব্য রাখেন জেলার দায়িত্ব প্রাপ্ত এ্যাসিসটেন্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আশা’র উপকারভোগী ৬০ জন অনিয়মিত সদস্য অংশগ্রহণ করেন। সভায় অনিয়মিত সদস্যদের নিয়মিতকরণের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা এবং তাদের ঋণ গ্রহন ও স্বাবলম্বী করার পাশাপাশি অনিয়মিত সদস্যদেরকে বিনামূল্যে ফিজিওথ্যারাপী, ডায়াবেটিকস পরিক্ষা, উচ্চ রক্তচাপ ও জ্বর পরিমাপ করাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জেলার সকল ব্রাঞ্চের মাধ্যমে প্রায় ৭০ হাজার সদস্যদেরকে নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদানসহ বিভিন্ন চিকিৎসা সেবার জন্য অনুদান দিয়ে আসছে আশা।