বুধবার ● ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ সহায়তা ভাতা প্রদান
কেশবপুরে কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ সহায়তা ভাতা প্রদান
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আইএফএমপি-এজিইপি শীর্ষক প্রকল্পের আওতায় আই এফ এম কৃষক মাঠ স্কুলের কৃষক-কৃষাণীদের পরিবার প্রতি উপকরণ সহায়তা ভাতা প্রদান ও মাঠ দিবস মঙ্গলবার বিকালে সাতবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা। বক্তব্য রাখেন রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রবি কুমার সরকার, আওয়ামী লীগনেতা মশিয়ার দফাদার, এসিআই কর্মকর্তা আল আমিন, ইউপি সদস্য রেহেনা বেগম প্রমুখ।