বুধবার ● ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় বেদে সম্প্রদায়ের দু‘ভুয়া ডাক্তার‘র সাজা
ডুমুরিয়ায় বেদে সম্প্রদায়ের দু‘ভুয়া ডাক্তার‘র সাজা
ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়ায় বেদে সম্প্রদায়ের দু‘ভুয়া ডাক্তারকে এক মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।গতকাল বুধবার দুপুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান।সংশ্লিষ্ট সুত্রে জানাযায় প্রায় সপ্তাহ ধরে ডুমুরিয়া সদরে অবস্থান নিয়েছে নাটোর জেলার সিংড়া থানার পারসিংড়া এলাকার বেদে সম্প্রদায়ের একটি দল।ওই দলের আফজাল হোসেন (৩৫) ও বিপ্লব (২৮) নামের দু‘ স্যালক-ভগ্নিপতি গতকাল উপজেলার মির্জাপুর এলাকায় ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে দিয়ে রুগী দেখতে থাকে।এক পর্যায়ে তারা মির্জাপুর এলাকার সবিনয় মন্ডলের বাড়ীতে ঢুকে তার শারিরীক প্রতিবন্ধি শিশু অংকুশ (১৯ মাস) কে দু‘মাসের মধ্যে হাটা শিখিয়ে দিবে বলে ৫ হাজার টাকা চুক্তিতে আয়ুরর্বেদিক জাতিয় ্ঔষুধ খাইয়ে দেয়।এ সময় মহানন্দ মন্ডল নামের একজন দেখে ঔষুধ ফাইলের গায়ে মেয়াদ উর্ত্তিন্য ডেট লেখা ১৪/৫/১৫।তিনি এর কারন ও তাদের বিষয়ে জানতে চাইলে তারা পালাবার চেষ্টা করে।এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।এ ঘটনায় ভুয়া ডাক্তার পরিচয় দেয়া ও মেয়াদ উত্তিন্য ঔষুধ বিক্রির অভিযোগে তাদের এক মাসের সাজা দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন পুলিশের এসআই সমেন ।