শনিবার ● ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » সাতক্ষীরার তালায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
সাতক্ষীরার তালায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা
তালা প্রতিনিধি ঃ
তালায় ২৫ নভেম্বর শনিবার সকাল ১০ টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন জাতীয় স্বীকৃতি পাওয়ায় জাকির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই চত্ত্বরে শেষ হয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক তালা থানা কর্মকর্তা মোঃ হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান’র পরিচালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন, তালা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিমেষ বিশ্বাস, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, সুশিল সমাজসহ র্স্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতা ও দিনভর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।