শনিবার ● ২৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে সিপিপি ও টাস্কফোর্স সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনিতে সিপিপি ও টাস্কফোর্স সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে সিপিপি ও টাস্ক ফোর্স সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আইসিটি হল রুমে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড’র সহযোগিতায়, সুশীলনের রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে লিংকেজ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিপিপি খুলনা অঞ্চল খুলনার উপ-পরিচালক গোলাম কিবরিয়া। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকুলীয় বিপদাপন্ন জনগোষ্ঠির দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ঝুঁকি হ্রাস জীবিকা রক্ষার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে প্রকল্পের আওতায় ইতোমধ্যে বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, সুশীলন ওয়াশ প্রকল্পের ম্যানেজার সাধন সরকার। রেজিলিয়েন্স প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার শেখ আব্দুস সাত্তারের পরিচালনায় কর্মশালায় আলোচনা রাখেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, সিপিপি উপজেলা টিম লীডার আব্দুল জলিল প্রমুখ। এছাড়া সিপিপি ও টাস্ক ফোর্স সদস্যদের মাধ্যমে প্রকল্পের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহিত হয়।