রবিবার ● ২৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় কামান্না দিবস পালিত
মাগুরায় কামান্না দিবস পালিত
মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ২৬ নভেম্বর কামান্না দিবস পালিত হয়েছে । এই দিনে কামান্না যুদ্ধে শহীদ হয়েছিলেন মাগুরা সদর উপজেলার হাজীপুর বাহীর ২৭ বীর মুক্তিযোদ্ধা। শহীদরা প্রায় সকলেই হাজীপুর এলাকার সন্তান।
১৯৭১ সালের ২৫ নভেম্বর একটি অপারেশন শেষে রাতে মাগুরা সদর উপজেলার হাজীপুর বাহিনীর একদল মুক্তিযোদ্ধা মাগুরা-ঝিনাইদাহের সিমান্তবর্তি শৈলকুপার কামান্না গ্রামে মাধব কুন্ডু নামের এক ব্যক্তির পরিত্যক্ত একটি বাড়ির টিনের ঘরে রাত্রি যাপনের জন্য অবস্থান নেয়। রাজাকারদের মাধ্যমে তাদের এ অবস্থানের খবর শৈলকুপা ও মাগুরার পাক বাহিনীর ক্যাম্পে পৌছে যায়। এই খবরে শৈলকুপা ও মাগুরার পাক সেনারা ভোর রাতে ২৬ নভেম্বর ওই বাড়ির চারদিক থেকে ঘিরে ঘুমন্ত মুক্তিযোদ্ধাদের উপর অতর্কিতে গুলিবর্ষনে হামলা চালায়। এ সময় হাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রমের ২৭ বীর মুক্তিযোদ্ধ শহীদ হন।
সকালে পাক সেনারা চলে যাবার পর স্থানিয় গ্রামবাসী বাড়ির ভেতরে গিয়ে ঘরের মধ্যে, বারান্দায়,দরজায়, উঠানের বিভিন্ন স্থানে পড়ে থাকা ২৭ বীর শহীদ কে তুলে কামান্না স্কুল মাঠের পাশে ৬টি গনকবরে সমাহিত করেন।এক জায়গায়,একই এলাকার একসাথে ২৭ বীর যোদ্ধার আত্বত্যাগের এমন ঘটনা হয়তো খুব বেশি না
কামান্না শহীদদের স্মরণে কামান্নার পাশাপাশি শহীদদের নিজ এলাকা মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামে নির্মিত হয়েছে একটি শহীদ মিনার।প্রতিবছরের ন্যায় এবারও ২৬ নভেম্বর শহীদদের স্মরনে পরিবারের ও এলাকার পক্ষেথেকে শহীদ মুক্তিযোদ্ধদের আত্বার মাগফেরাত কামনায় হাজীপুর শহীদ মিনারে রবিবার সকালে এক মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শহীদ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কামান্নাতেও গ্রামবাসী নিজেরা প্রতিবছর এভাবেই দিনটি পালন করে।
কামান্না যুদ্ধে বেচে যাওয়া বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্ল্যা,মোহাম্মদ আলী, মোঃ আবুজার, গোলাম রোছুল,আব্দুর রহমান, শহীদ পরিবারের সদস্য, নতুন প্রজন্ম ও মাগুরার মুক্তিযোদ্ধারা জানান, দির্ঘদিন ধরেই কামান্না শহীদ দিবস রাষ্ট্রীয় ভাবে পালনের দাবী জানিয়ে আসছেন তারা। দেশ মাতৃকার জন্য ২৭ মুক্তিযোদ্ধা জীবনদান করলেও এখন পর্যন্তু সরকারিভাবে এ দিবসটি পালনের কোন উদ্যোগ নেয়া হয়নি।এদিনটি কে কামান্না শহীদ দিবস ঘোষনা ও রাষ্ট্রীয় ভাবে পালনের দাবী আজ সর্বস্তরের।