রবিবার ● ২৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মটরসাইকেলে ঝুকি নিয়ে মালামাল বহন; দূর্ঘটনার আশংকা
পাইকগাছায় মটরসাইকেলে ঝুকি নিয়ে মালামাল বহন; দূর্ঘটনার আশংকা
এস ডব্লিউ নিউজ ॥
মটরসাইকেলে মালামাল বহন করায় দূর্ঘটনার ঝূকি বাড়ছে। মটরসাইকেলের চালকের পিছনে বস্তার উপর বস্তা সাজিয়ে এবং পাশে বস্তা ঝুলিয়ে ১৫ থেকে ২০ মন মালামাল বহন করা হচ্ছে। অতিরিক্ত মালামাল বোঝায় দেওয়ায় মটরসাইকেলটি রাস্তায় চলার জন্য ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। যে কোন সময় দূর্ঘটনার স্বীকার হতে পারে, বা অন্যকোন যানবাহনকে দূর্ঘটনায় ফেলতে পারে।
জানাযায়, উপজেলার সাপ্তাহিক কাঁচা বাজারের মোকাম কপিলমুনি বাজার থেকে চাঁদখালী, গড়ইখালী, কয়রার আমাদী বাজারে সবজি ব্যবসায়ীরা কপিলমুনি বাজার থেকে কাঁচা সবজি ঝাল-পিয়াজ, আলু, পটল, ফুলকপি সহ বিভিন্ন সবজি পাইকারী ক্রয় করে বস্তা ভরে মটরসাইকেল যোগে বহন করছে। কিছু কিছু ব্যবসায়ী নিজের মটরসাইকেলে বা ভাড়া করে বহন করছে। এ ব্যাপারে আমাদী বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন যাবৎ সবজির ব্যবসা করছে। প্রতি সপ্তাহের রবি ও বহস্পতিবার কপিলমুনি থেকে সবজি ক্রয় করে নিজের মটরসাইকেলে করে বহন করে। এতে তার সময় অল্প লাগে ও খরচও কম হয়। তবে মটরসাইকেলে এ ভাবে ঝুকি নিয়ে মালামাল বহন করায় দূর্ঘটনার ঝুকি বাড়ছে। তাই এলাকার সচেতন মহল এভাবে মটরসাইকেলে ঝুকিপূর্ণ মালামাল বহন না করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।