রবিবার ● ৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় প্রকল্প পরিকল্পনা বিষয়ক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় প্রকল্প পরিকল্পনা বিষয়ক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় এনহ্যানসিং ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াশ (ইসিআর ওয়াশ) প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প পরিকল্পনা বিষয়ক মতবিনিময় ও প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় পৌরসভা ও নবলোক পরিষদের যৌথ উদ্যোগে রোববার সকালে লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, ওয়াটারএইড বাংলাদেশ এর হেড অব প্রোগ্রামস আফতাব ওপেল। স্বাগত বক্তব্য রাখেন, নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল। প্রকল্প অবহিতকরণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক সুমন কান্তি নাথ। কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান ও নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখের পরিচালনায় সভার মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, অজিত কুমার সরকার, আব্দুল গফফার, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মাওঃ আবু সাদেক, কাউন্সিলর আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, গাজী আব্দুস সালাম, রবি শংকর মন্ডল, শেখ মাহাবুবর রহমান রনজু, কাজী নেয়ামুল হুদা কামাল, আসমা আহম্মেদ, কবিতা দাশ, সরবানু বেগম, সাবেক কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম ও রিয়াদুল করিম। সভায় বক্তারা বলেন, জলবায়ু সহনীয় ইসিয়ার ওয়াশ প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে পৌরসভার শতভাগ মানুষের সুপেয় পানি নিশ্চিত হওয়ার পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার সামগ্রীক উন্নত স্বাস্থ্য স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত হবে। সভায় নবলোকের গত ৭ বছরের দৃশ্যমান কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন উপস্থিত সুধী বৃন্দ।