বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস
৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস
মাগুরা প্রতিনিধি : ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস । ১৯৭১ সালের এই দিনে মাগুরা হানাদার মুক্ত হয় । তৎকালিন মাগুরা মহমুমায় সর্বদলীয় সংগ্রাম পরিষদসহ বিভিন্ন নামে গঠিত মুক্তিবাহিনী পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে । মুক্তিবাহিনীর পাশাপাশি ৬ ডিসেম্বর আকাশ পথে মিত্র বাহিনী বিমান হামলা শুরু করে । মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমনে দিশেহারা হয়ে ৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা মাগুরা থেকে কামারখালী হয়ে ফরিদপুরের দিকে পালিয়ে যায় । ৭ ডিসেম্বর সকালে মাগুরা পুরোপুরি পাক হানাদার মুক্ত হয় । মুক্তি বাহিনী বিজয়ের বেশে শত্রুমুক্ত মাগুরা শহরে প্রবেশ করে । মুক্তিপাগল মানুষ ও মুক্তিযোদ্ধারা শহর-গ্রাম-গঞ্জ বিজয় মিছিল করতে থাকে ।
সর্বত্র পতপত করে উড়তে থাকে স্বাধীন দেশের মানচিত্রের পতাকা ।
মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়ত আলী জানান, ৭ ডিসেম্বর
যথাযথ মর্যাদায় পালনের জন্য মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে
সকাল ১১ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা বর্নাঢ্য র্যালী করবে । অন্য দিকে, মাগুরা মুক্ত দিবস উপলক্ষে মাগুরা পৌরসভার আয়োজনে সন্ধ্যায় শহরের চৌরঙ্গী মোড়ে মোমবাতি প্রজ্জলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । তাছাড়া দিনটি পালন উপলক্ষে শহরের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিজয় র্যালী করবে ।