বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় কারিগরি শিক্ষার মান বৃদ্ধিতে সুধী সমাবেশ
মাগুরায় কারিগরি শিক্ষার মান বৃদ্ধিতে সুধী সমাবেশ
মাগুরা প্রতিনিধি : কারিগরি শিক্ষার মান ও শিক্ষার্থীদের এনরোলমেন্ট বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অভিভাবকদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সমাবেশে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো: আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা । বিশেষ অতিথি ছিলেন মাগুরা পৌর সভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল । এ সময় আলোচনায় অংশ নেন আরএসি বিভাগের ইন্সটেকটর আব্দুস সামাদ, ননটেক ইন্সটেকটর গৌতম কুমার কুন্ডু , ইলেট্রিক্যাল বিভাগের চিফ ইন্সটেকটর হাসান মাহমুদ ও শিক্ষার্থী রাসেল খান প্রমুখ ।
সমাবেশে কারিগরি শিক্ষার গুরুত্ব , শিক্ষার্থীদের স্কিলস্ ডেভোলপমেন্ড , এনরোলমেন্ট বৃদ্ধির বিষয়ে অভিভাবকদের প্রতি আলোকপাত করা হয় । অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী , অভিভাবক ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন ।