বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » তালায় স্বামীর হাতে গৃহবধুর মৃত্যু
তালায় স্বামীর হাতে গৃহবধুর মৃত্যু
তালা প্রতিনিধি:
তালা উপজেলায় তেঁতুলিয়া ইউনিয়নে তেরছি গ্রামে এক পাষান্ড স্বামীর হাতে প্রাণ হারালো লক্ষী রানী দাশ (২৬) নামে এক গৃহবধূ। গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত লক্ষী রানী দাশ কেশবপুর উপজেলার পাজিয়া-মাদারডাঙ্গা এলাকার অসিম দাশের মেয়ে। প্রায় ১০ বছর আগে লক্ষী রানী দাশের সঙ্গে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি (কাটিপাড়া) গ্রামের মৃত্য শ্রী কৃষ্ণ পদ দাশের ছেলে বিপুল দাশ (৩৬) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে ৮ বছরের ১টি ছেলে (প্রিতম) সন্তান জন্ম নেয়। নিহতের ভাই মৃত্যঞ্জয় জানান, বিপুল তার বোন লক্ষীর ওপর বিভিন্ন অজুহাতে শারীরিক নির্যাতন চালাত। অমানবিক নির্যাতনের শিকার হয়ে স্বামীর হাতেই তার বোনের মৃত্যু হয়। মেয়ের বাবা অসিম দাশ বলেন, এর আগেও তার মেয়েকে প্রায়শ শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এ নিয়ে একাধিকবার স্থানীয় ভাবে বিচার বৈঠক হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। স্বামীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধুর মৃত্যু হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।