শনিবার ● ৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেগম রোকেয়া দিবসে মাগুরায় দশ জয়িতাকে সম্মাননা প্রদান
বেগম রোকেয়া দিবসে মাগুরায় দশ জয়িতাকে সম্মাননা প্রদান
মাগুরা প্রতিনিধি: বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মাগুরায় দশ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার মাগুরা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু সুফিয়ান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, এ্যাড: শাহিনা আক্তার ডেইলী, মো: আরিফ বিল্লাহ প্রমুখ। এ বছর পাঁচটি ক্যাটাগরিতে জেলা ও উপজেলা পর্যায়ে দশ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে সদর উপজেলায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী অরুনা বিশ্বাস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রিনা পারভীন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের নারী রাবেয়া বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাছিমা শিলা, সফল জননী নারী রেহেনা বেগম এবং জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সাধনা রানী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাছিমা শিলা, সফল জননী নারী রেহেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছা: নাছিমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোছা: খাদিজাকে সম্মাননা প্রদান করা হয়।
জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।