রবিবার ● ১০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » আশাশুনিতে বাল্যবিবাহ নিরোধ কার্যক্রমে দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনিতে বাল্যবিবাহ নিরোধ কার্যক্রমে দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে বাল্যবিবাহ নিরোধ কার্যক্রমে তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততা দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এতিমদের জন্য বিভাগিয় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পাল্র্ামেন্টারি ইউনিয়’র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার পরিচালনায় এবং জেলা প্রশাসনের সার্বিক সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ.ই.ম গোলাম কিবরিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাঃ ডাঃ আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার খন্দকার নাজমুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, সাবেক সংসদ সদস্য ডাঃ মোখলেছুর রহমান, সিভিল সার্জন তৌফিকুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি রফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ডাঃ আরিফুজ্জামান, ইউপি চেয়ারম্যান, আবুহেনা সাকেল, আ.ব.ম মোছাদ্দেক, এসএম রফিকুল ইসলাম, ম. মোনায়েম হোসেন, আলমগীর হোসেন লিটন, সম সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, রেজিষ্টার আব্দুল মান্নান, ইবরাহিম খলিল প্রমূখ। কর্মশালায় শুধুমাত্র স্থানীয় মিডিয়াকর্মী বাদে স্কুল/কলেজগামী ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশিল সমাজের ২/১জন প্রতিনিধি অংশ গ্রহন করে।