সোমবার ● ১১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় পুত্র হারানো শোকে পিতা-মাতার বাদ সম্মেলন
মাগুরায় পুত্র হারানো শোকে পিতা-মাতার বাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি : পুত্র হারানো শোকে গতকাল সোমবার মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে পিতা মো: জাহাঙ্গীর সর্দার ও মাতা ফরিদা বেগম ।
হারানো পুত্রের চাচা শাহীনুর রহমান লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, তার ভাই জাহাঙ্গীর সর্দার পেশায় একজন ইজিবাইক চালক । তার বাড়ী সদরের জগদল ইউনিয়নের নরশীংহাটী গ্রামে । সে একটি নতুন ইজিবাইক ক্রয় করে দীর্ঘদিন চালিয়ে আসছিল । হঠাৎ সে অসুস্থ পড়লে তার ছেলে মো: ইয়াছিন সর্দার (১৬ ) ইজিবাইক নিয়ে গত ১ ডিসেম্বর শুক্রবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে যায় । কিন্তু সে ঐদিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিচলিত হয়ে যায় ।
পরে নিকট আতœীয়ের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান মিলেনি । তাছাড়া তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ পাওয়া যায় । এরপর পরিবারের পক্ষ থেকে ২ ডিসেম্বর শনিবার সদর থানায় একটি জিডি করে। যার নং ৬৭ ।
ইতিমধ্যে তার পরিবার এ বিষয়টি মাগুরা পুলিশ সুপারের নিকট অবহিত করেছেন ।
এখন পর্যন্ত ৯ দিন অতিবাহিত হাবার পরও তাকে কোথাও খুজেঁ পাওয়া যায়নি ।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে আরো বলা হয়, হারানো ছেলে ইয়াসিনের সাথে কারো কোন বিরোধ নেই । কেউ হয়তো শত্্রতা বশত ইজিবাইকটি ছিনতাই করে তাকে গুম করতে পারে বলে তাদের ধারনা ।
হারানো পুত্রের পিতা মো: জাহাঙ্গীর সর্দার ও মাতা ফরিদা বেগম অবিলম্বে তার ছেলে ইয়াসিন সর্দারকে ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি জিডি করা হয়েছে । বিষয়টি তদন্তের জন্য পলিশ কাজ করছে ।