রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে মহান বিজয় দিবস পালিত
আশাশুনিতে মহান বিজয় দিবস পালিত
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় শহীদ স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্বে থানা পুলিশ, সাবেক কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এড. গোলাম গণি দুদু ও সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসানের নেতত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন, অধ্যক্ষ মিজানুর রহমানের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, অধ্যক্ষ সাইদুল ইসলামের নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলনের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ, সদস্য মহিতুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদ, আজাদ হোসেন টুটুলের নেতৃত্বে জাতীয় পার্টি, সভাপতি জিএম মুজিবুর রহমান, সম্পাদক জিএম আল ফারুকের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, আশাশুনি উপজেলা রিপোর্টার্স ক্লাব, আশাশুনি রিপোর্টার্স ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি বালিকা বিদ্যালয়, ফ্রেন্ডস্ ক্লাব, উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনকালে সালাম গ্রহন ও বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহীন। পরে আকর্ষণীয় কুচ-কাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন রোভার স্কাউটস, বয়েজ স্কাউটস, গার্লস গাইড, কাব দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। এর আগে উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ স্থায়ী কার্যালয়ের চত্বরে জাতীয়, দলীয় পতাকা উত্তোলণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। সকাল ১০টায় সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টুর নেতৃত্বে উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান কওে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় স্মৃতিসৌধ প্রাঙ্গনে ইউএনও সুষমা সুলতানার সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে অনুরূপ কর্মসূচী পালিত হয়েছে বলে জানাগেছে।