সোমবার ● ১৮ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে মর্যাদা ও স্থায়ীত্বশীলতায় অংশীজনদের সাথে মতবিনিময়
আশাশুনিতে মর্যাদা ও স্থায়ীত্বশীলতায় অংশীজনদের সাথে মতবিনিময়
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে মর্যাদা ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ সামাজিক ক্ষমতায়ন (সীড্স) কর্মসূচীর আওতায় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে এবং স্ট্রোমি ফাউন্ডেশনের সহযোীতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাস’র নির্বাহী পরিচালক শেখ ঈমান আলী। সীড্স’র সমন্বয়কারী ওবায়ুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, ভেটেনারী সার্জন ডাঃ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার এমদাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসান, সহকারি শিক্ষা অফিসার শাহজান আলী, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, মফঃস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক এসএম আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন। সাস’র উপজেলা কো-অডিনেটর মনজিল সুলতানার নির্দেশনায় এফএফ শফিকুল ইসলাম, উজ্জল বৈদ্য, পলাশ দেবনাথ, সম্পা রানী দাসের তত্ত্ববধানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান শাহিন আলম, সুশিলন’র উপজেলা ম্যানেজার সাধন সরকার, ইএসপি জগদিশ চন্দ্র রায়, সিএসপি আরিফা সুলতানা, শিক্ষক আনারুল ইসলাম, মনিকা বিশ্বাস, কিশোরী নেত্রী তনুশ্রী মন্ডল প্রমূখ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার রোকনুদ্দিন। মতবিনিময় সভায় মান সম্মত শিক্ষা নিশ্চিত করা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় শক্তিশালীকরন, কমিউনিটির জনগনের সচেতন করা কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন, পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।