বুধবার ● ২০ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় ১ লাখ ৭ হাজার ৭৪৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
মাগুরায় ১ লাখ ৭ হাজার ৭৪৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
মাগুরা প্রতিনিধি :
আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় ১ লাখ ৭ হাজার ৭৪৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বুধবার মাগুরা সদর হাসপাতাল মিলনায়তনে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার মুনশী মো. ছাদুল্লাহ। এই কর্মসূচি সফল করতে জেলার ৩৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৯৫টি কেন্দ্রে ১৩৫ জন সুপারভাইজার এবং ১ হাজার ৯৯০ জন স্বেচ্ছাসেবক ও ২৪১ জন মাঠ কর্মী নিয়োগ করা হয়েছে।
কর্মশালায় সির্ভিল সার্জন মুন্সী মো. ছাদুল্লাহর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার সুব্রত কুমার বিশ^াস। বক্তব্য রাখেন ডাক্তার উম্মে আয়শা ,স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকগন অংশ নেন।