রবিবার ● ২৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপি ৫০ বছর সুবর্ণ জয়ন্তী
মাগুরার সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপি ৫০ বছর সুবর্ণ জয়ন্তী
মাগুরা প্রতিনিধি।
মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপি ৫০ বছর সুবর্ণ জয়ন্তী গতকাল রবিবার শুরু হয়েছে। এ উপলক্ষে হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজনে সকালে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আজ রবিবার সকালে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালীটি স্থানীয় দারিয়াপুর-বরইচারা গ্রাম প্রদক্ষিন শেষে স্কুল মাঠের সমাবেশে মিলিত হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব এমপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বৃহত্তর যশোর জেলার শ্রেষ্ঠ এ বিদ্যালয়ের (১৯৮৭) সুবর্ণ জয়ন্তী স্মারক বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কু-ু প্রমুখ। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মাজেদা খাতুন, বিদ্যালয় প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম, বর্তমান সভাপতি প্রোকৌশলী কাজী শরিফুল ইসলাম ফরহাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মেহেদী আহসান।
শ্রীপুর ডিগ্রি কলেরজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রাক্তান ছাত্র নির্মল কুমার সাহার উপস্থাপনায় দু’দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ঢাকা ও স্থানীয় শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল স্তরের তিন সহ¯্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
দু-দিনের এ কর্মসুচীর মধ্যে উন্মুক্ত আড্ডা, স্মৃতির পাতা থেকে-পিছন ফিরে দেখা, সাংস্কৃতিক পরিবেশনা-হৃদয়ে সম্মিলনী, র্যাফেল ড্র উল্লেখ যোগ্য। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন এনটিভির বার্তা সম্পাদক এস এম আকাশ। সুবর্ণ জয়ন্তীতে স্কুলের পাচশতাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী অংশ নেয়।