সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » আশাশুনিতে হেলথ এসিস্ট্যান্টদের কর্মবিরতি পালন
আশাশুনিতে হেলথ এসিস্ট্যান্টদের কর্মবিরতি পালন
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশানের দেশব্যাপী ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনের অংশ হিসাবে কর্মবিরতি পালন শুরু হয়েছে। সোমবার সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের শতকরা ৩০ ভাগ মাঠ-ভ্রমন ভাতা, ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রদানের নিশ্চয়তা ও শতকরা ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তণ করার দাবীতে কর্মবিরতি পালন করা হচ্ছে। এসোসিয়েশানের আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালন করা বলে জানাগেছে। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন বৈষম্য নিরসনের ঘোষনা বাস্তবায়ন চাই, এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।