সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় ৪ দফা দাবী আদায়ে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
পাইকগাছায় ৪ দফা দাবী আদায়ে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। টেকনিক্যাল বেতন স্কেল সহ পদমর্যাদা, মূল বেতনের ৩০% হারে মাঠ-ভ্রমন ও ঝুঁকি ভাতা প্রদান, প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য ১ জন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে নিয়োগ ও ১০% পোষ্য কোটা প্রবর্তন করার দাবীতে বাংলাদেশ হেল্থ এসিস্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় স্বাস্থ্য সহকারীরা সোমবার সকাল ৯টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেল্থ এসিস্যান্ট এসোসিয়েশনের স্থানীয় সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মফিজুল ইসলাম, খালেদা পারভীন ও জেবুন্নেছা বেগম সহ সকল স্বাস্থ্য সহকারী বৃন্দ।