মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে কৃষকলীগ’র ত্রি-বাষিক সন্মেলনে ডাঃ রুহুল হক এমপি
আশাশুনিতে কৃষকলীগ’র ত্রি-বাষিক সন্মেলনে ডাঃ রুহুল হক এমপি
আহসান হাবিব, আশাশুনি : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, আমাদের সু-সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে না চললে আমরা শেখ হাসিনাকে পাব না, আর শেখ হাসিনাকে না পেলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না, দেশে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ২০/২২ বছর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ২/৩ বছর মানুষ পুড়িয়ে মেরেছিল এ দেশের মানুষ সেটা ভূলে যায়নি। তিনি আরও বলেন, আ’লীগকে কেহ সরাতে পারবে না, শেখ হাসিনা ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকবে এবং এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে নৌকা ছাড়া বিকল্প নেই। আমারা শেখ হাসিনা সরকারের কাছে সাতক্ষীরার জন্য মেডিকেল কলেজ, রেললাইন চেয়েছিলাম। মেডিকেল কলেজ বাস্তবায়ন হয়েছে এবং রেললাইনের কাজ চলছে। সাতক্ষীরা ৩ আসনের সকল জনগনের বাড়ীতে ১৮ সালের মাঝামাঝি সময় বিদ্যুৎ সংযোগ পৌছে যাবে। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, কৃষি উৎপাদন, তথ্য সহ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। মঙ্গলবার দুপুরে আশাশুনি উপজেলা কৃষকলীগ’র ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সন্মেলনে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। বলেছেন, কঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। আর বাংলাদেশের জন্ম না হলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। সময়মত বই পেতে, হাজার হাজার কোটি টাকা ভূর্তকী দিয়ে কৃষকের মাঝে সার বিতরণ ও সন্ত্রাস থেকে বাচতে নৌকা প্রতিকের বিকল্প নেই। যেটা মন্দ সেটা রটে বেশী, ভাল কথা কম। আ’লীগ’র প্রচার মাধ্যম ভাল নই, আমাদের বেশী বেশী করে প্রচার মূখী হতে হবে। তিনি বরেন ১/১১ সময় কালে সাহসী ভূমিকা রাখায় শেখ হাসিনা আমাকে মুঠোফোনে কথা সাহস দিয়েছেন, এটাই রাজনীতি করার স্বার্থকতা।্ আহবায়ক সম সেলিম রেজার সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আতিকুল হক আতিক। সম্মেলনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজীত সাধু। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদাহ জেলা কৃষকলীগ’র সাধারন সম্পাদক আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা কৃষকলীগ’র সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন, সহ-সভাপতি অধ্যাঃ সুবোধ কুমার চক্রবর্তী, উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান (শোভনালী) প্রভাষক ম. মোনায়েম হোসেন, (আনুলিয়া) আলমগীর আলম লিটন, (প্রতাপনগর) শেখ জাকির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আ’লীগ, কৃষকলীগ সহ সকল আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে সম সেলিম রেজাকে সভাপতি এবং মতিলাল সরকারকে সাধারণ সম্পাদক করে আশাশুনি উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।