বুধবার ● ৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় প্রতারণার অভিযোগে এক যুবকের ৬ মাসের কারাদন্ড
মাগুরায় প্রতারণার অভিযোগে এক যুবকের ৬ মাসের কারাদন্ড
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় ভুয়া ‘জাতীয় ভেজাল বিরোধী ফাউন্ডেশন’ এর নাম করে জেলা প্রশাসকের কাছে ভেজাল বিরোধী অভিযানের অনুমতি আনতে গিয়ে ধরা পড়লেন ইমরান শেখ (২২) এক প্রতারক। বুধবার দুপুরে ওই যুবককে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানান, বুধবার দুপুরে ইমরান শেখ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসক আতিকুর রহমানের কাছে নিজেকে জাতীয় ভেজাল বিরোধী ফাউন্ডেশনের সদস্য হিসেবে দাবি করে দিয়ে পরিচয় পত্র সাথে ৩টি অপরাধ বিচিত্রা নামে ম্যাগাজিন দেখিয়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার অনুমতি চায়। বিষয়টি জেলা প্রশাসকের কাছে সন্দেহজনক হলে তিনি যাচাই করে দেখেন তার সমস্ত কাগজ ভুয়া।
এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ইমরান শেখকে আটক করে। পরে সহকারী কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত প্রতারণার অভিযোগে ইমরান শেখকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। ইমরান শেখ মাগুরা শহরতলী আবালপুর গ্রামের রফিক শেখের ছেলে। অটো চালক ইমরান শেখ নিজেকে ক্ষমতাসীন দলের নেতা এবং পুলিশের র্সোস সেজে বিভিন্ন সময় সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে।