রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩ শিক্ষার্থীর সাফল্য
পাইকগাছায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩ শিক্ষার্থীর সাফল্য
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় জেএসসি পরীক্ষায় উপজেলায় সাফল্যের শীর্ষে রয়েছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অত্র বিদ্যালয় হতে ২০১৭ শিক্ষাবর্ষে মোট ৮৯ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ৮৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় ৮ শিক্ষার্থী গোল্ডেন ‘এ’ প্লাস ও ১৫ শিক্ষার্থী ‘এ’ প্লাস লাভ করেছে। গোল্ডেন ‘এ’ প্লাস প্রাপ্তরা হলেন, পুরাইকাটী গ্রামের শেখ শাহীন উল্লাহ’র দুই মেয়ে সাবিয়া আরবী হীরা ও সাদিয়া আরবী মুক্তা, শেখ সেলিম উল্লাহ’র মেয়ে শেখ সিনতিয়া আহম্মেদ, বাতিখালী গ্রামের রামপ্রসাদ মন্ডলের মেয়ে মিথী মন্ডল, সরল গ্রামের তপন হাসানের মেয়ে তামান্না হাসান, লস্করের মনিরুল ইসলামের মেয়ে উম্মে কুলছুম, পুরাইকাটীর আমীর আলী খাঁ’র মেয়ে বিপাসা আক্তার, সরলের জিএম শাহজাহানের মেয়ে নাফিসা আনজুম যাহিন। ‘এ’ প্লাস প্রাপ্তরা হলেন, সরলের মনতোষ বসুর মেয়ে পূজা বসু, বাতিখালীর শ্যামল রায়ের মেয়ে ত্রয়ী রায়, শংকর বিশ্বাসের মেয়ে দরথী বিশ্বাস, আব্দুল খালেকের মেয়ে ফারজানা আফরোজ, সরলের অরুন মন্ডলের মেয়ে সৃষ্টি মন্ডল, বাতিখালীর শেখ জিয়াদুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস জেবা, সরলের জিএম আব্বাস উদ্দীনের মেয়ে ইসরাত জাহান নিধি, সোলাদানার বিএম আক্তার হোসেনের মেয়ে সিলভিয়া আক্তার অহনা, লোনাপানি কেন্দ্রের খন্দকার সাকির হোসেনের মেয়ে সাদিয়া শারমিন সোবাহ, সরলের শেখ আব্দুর রহিমের মেয়ে সামিয়া আফরিন রিমু, বাতিখালীর নূর ইসলাম সানার মেয়ে রেক্সোনা খাতুন, আজিজুর রহমান আর্জুর মেয়ে ইফতিহা রহমান বর্ণি, সরলের তরিকুল ইসলামের মেয়ে রিয়াপি খাতুন, ডাঃ জিএম আছাদুল হকের মেয়ে ফাতিমাতুজোহুরা তনু ও সুজাত সানার মেয়ে আয়েশা সিদ্দিকা লিজা। এ সাফল্য প্রসঙ্গে প্রধান শিক্ষক অজিত কুমার সরকার জানান, বিভিন্ন ভাবে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় বেশি বেশি উৎসাহিত করা হয় এবং অভিভাবক ও শিক্ষার্থীদেরকে স্কুলে আহ্বান করে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। যার ফলে দীর্ঘদিন পর অত্র স্কুলে জেএসসিতে অভাবনীয় এ সাফল্য এসেছে।