রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম জন্ম মহোৎসব পালিত
পাইকগাছায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম জন্ম মহোৎসব পালিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা সৎসঙ্গ বিহারের উদ্যোগে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম জন্ম মহোৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানাদির মধ্যে ছিল সমবেত প্রার্থনা ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ, অর্ঘ্যাঞ্জলী প্রনাম, ভোগ নিবেদন, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, কীর্তন, আচার্য্য নিষ্ঠাই ইষ্টিচলনের প্রকৃত পন্থার উপর সৎসঙ্গী সম্মেলন, প্রসাদ বিতরণ, মাতৃ সম্মেলন ও সাধারণ সভা। বাংলাদেশ সৎসঙ্গের সভাপতি শ্রী কুঞ্জ বিহারী আদিত্যের সভাপতিত্বে ঠাকুরের দিব্যজীবন ও আদর্শের উপর অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন, সৎসঙ্গ বিহারের ইনচার্জ শঙ্কর চক্রবর্তী (এসপিআর)। বিশেষ অতিথি ছিলেন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, সাংবাদিক জিএ রশিদ ও শিক্ষক প্রদীপ সরকার। আলোচক ছিলেন, ভারতের দেওঘর সৎসঙ্গের এসপিআর শ্রী স্বরজিৎ ভূইয়া, প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষক মনোরঞ্জন কাঞ্চিলাল এসপিআর, চট্টগ্রামের জাফর আহম্মেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দেব এসপিআর ও সিলেটের এসপিআর দিপক কুমার তালুকদার।