মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান
আশাশুনিতে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান
আহসান হাবিব, আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সংগ্রাম কমিটির আহবায়ক ড. শিহাব উদ্দিনের নেতৃত্বে আশাশুনি মহিলা কলেজ চত্বর থেকে মৌন মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে স্মারক লিপি প্রদান করা হয়। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের শতকরা ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি, পূর্নাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারি অধ্যাপক, সহযোগি অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধান শিক্ষকের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি প্রধান শিক্ষকের অনুরুপ প্রদান। শিক্ষক-কর্মচারীদের পূর্বের ন্যায় টাইম স্কেল প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সুৃবিধা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালুসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নের আবেদন সম্বলিত স্মারক লিপি ইউ্এনও সরকারি কাজে অফিসে উপস্থিত না থাকায় প্রধান অফিস সহকারি আবু রায়হানের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাইদুল ইসলাম, অধ্যক্ষ মুজিবর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাউদ হোসেনসহ উপজেলার ৫টি কলেজ ও কলেজিয়েট স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ।