মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ১১ দফা দাবী আদায়ে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন
পাইকগাছায় ১১ দফা দাবী আদায়ে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন
এস ডব্লিউ নিউজ ॥
বেতন বৈষম্য দূরীকরণ ও শিক্ষা জাতীয়করণ সহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, প্রভাষক হোসনেয়ারা খানম, মনিষা রানী মন্ডল, ইতি বৈরাগী, মুশফিকা হুমায়ূন কবির পিন্টু, আলহাজ্ব শহীদুল ইসলাম, এমএম রবিউল ইসলাম, কুসুম কলি সরকার, শরীফা খাতুন, মশিউর রহমান ও খালিদ হোসেন। অনুরূপভাবে শিক্ষক সমিতির দাবীর সাথে একত্বতাপোষন করে বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। কর্মসূচীতে বক্তারা শিক্ষা জাতীয়করণ সহ ১১ দফা দাবী মেনে নিতে শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।