মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার মঠবাটী সৎসঙ্গ কেন্দ্রে ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন অনুষ্ঠিত
পাইকগাছার মঠবাটী সৎসঙ্গ কেন্দ্রে ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার মঠবাটী সৎসঙ্গ কেন্দ্রে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, প্রভাতে সমবেত প্রার্থনা ও অমীয় গ্রস্থাবলী পাঠ, শিশু-কিশোরদের বিচিত্রা অনুষ্ঠান, ঠাকুরের প্রসাদ প্রদান ও ধর্ম আলোচনা সভা। দুপুরে মঠবাটী সৎসঙ্গ কেন্দ্রের সভাপতি শ্রী প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে বনভোজন স্মরণোৎসব ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ। প্রধান আলোচক ছিলেন, এসপিআর শ্রী রঞ্জন কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাবেক ব্যাংক কর্মকর্তা তাপস কান্তি মন্ডল, মঠবাটী রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, বিশিষ্ট ধর্মানুরাগী গোষ্ঠ বিহারী বিশ্বাস, দুলাল চন্দ্র বাছাড়, দুলাল চন্দ্র বিশ্বাস। সেবাশ্রমের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রীতিষ বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন, তারক মন্ডল, সঞ্জয় সরকার, বিবেকানন্দ রায়, সিদ্ধার্থ মল্লিক, নারায়ণ মন্ডল, পবিত্র সরকার, আশিষ বিশ্বাস, স্বপন রায়, হিরা সরকার, চিত্তরঞ্জন সরকার, রনক বিশ্বাস, অনুপ বাছাড়, শংকর মল্লিক, হিরোক বিশ্বাস, শুক্লা রানী মন্ডল ও পূজা বিশ্বাস।