মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌকার জোয়ার দেখে বিএনপি ভয় পেয়েছে: কাদের
নৌকার জোয়ার দেখে বিএনপি ভয় পেয়েছে: কাদের
এস ডব্লিউ নিউজ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের এখনো ৯/১০ মাস বাকি এরমধ্যে সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলায় নৌকার জোয়ার উঠেছে। নৌকার এই জোয়ার এত আগে আগে দেখে বিএনপি ভয় পেয়ে গেছে। তারা নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় এখন আবোল-তাবোল বলছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের রাজমহল মফিজার রহমান কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘রংপুরে আমরা হেরে গিয়েছি কিন্তু নির্বাচনের রায় মেনে নিয়েছি। সরকারি দল কোন প্রকার হস্তক্ষেপ করেনি। নির্বাচন কমিশন সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন করেছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার সর্বাত্মক সহযোগিতা করেছে। রংপুরের মত আগামী নির্বাচনও স্বাধীন কর্তৃত্বপূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য নির্বাচন কমিশনকে যা যা সহযোগিতা করা দরকার সবধরনের সহযোগিতা শেখ হাসিনার সরকার করবে। এখানে ফখরুল সাহেবদের ভয় পাওয়ার কোন কারণ নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘এই শীতের মধ্যে বিএনপি কোথায়? এই গরীবের মাঝে এখন আওয়ামী লীগ এসেছে এরপর তারা লোক দেখানোর জন্য আসবে ফটোশেসন করবে। তারা কক্সবাজারেও ফটোশেসন করেছে। এই উত্তরবঙ্গের পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, নীলফামারী লালমনিরহাট, কুড়িগ্রাম যখন বন্যায় কবলিত তখন বিএনপি মহাসচিব এসে ফটোশেসন করে গেছে।’ তিনি বলেন, ‘আমরা এসেছি সাহায্য করতে, এসেছি কম্বল নিয়ে, নগদ টাকা নিয়ে। আমরা কাজ দেখিয়ে ভোট নিতে চাই। কথা দিয়ে ভোট আদায় করবো না। কথা মানুষের পেট ভরবে না। বিএনপি কথা মালার রাজনীতি করে আর আওয়ামী লীগ কাজের রাজনীতি করে। বলেই নির্বাচিত হয়।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপির সভাপতিত্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।