বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডুমুরিয়া-ফুলতলা আসন প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হবে—মৎস্য মন্ত্রী
ডুমুরিয়া-ফুলতলা আসন প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হবে—মৎস্য মন্ত্রী
অরুন দেবনাথ,ডুমুরিয়া।
আগামী জাতীয় নির্বাচনে ডুমুরিয়া-ফুলতলা আসন প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হবে। তিনি দির্ঘ ১৮ বছর পর খুলনাঞ্চালে আমাকে পূর্ণ মন্ত্রীর আসনে বসিয়ে যে মর্যাদা দিয়েছেন এ জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো,এ আসন তার।আর এ অর্জন আমার নয় ডুমুরিয়া-ফুলতলা বাসির।আপনারা আমার সাথে থাকলে ডুমুরিয়া হবে উন্নয়নের একটি রোল মডেল।যেমন প্রধান মন্ত্রী শেখ হাসিনা জঙ্গী নিমূলের একটি রোল মডেল।গতকাল বুধবার বিকেলে কলেজ মাঠে উপজেলা আ‘লীগ আয়েজিত ১০ জানুয়ারী জাতীর পিতা বঙ্গবন্ধ ুশেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এসব কথা বলেন।তিনি পুলিশ বাহিনীকে ‘বাঘে ধরলে ১ ঘা,পুলিশে ধরলে ১৮ ঘা‘ এমন অপবাধ থেকে সরে এসে জনগণের সেবক হয়ে কাজ করার পরামর্শ দেন।তিনি ডুমুরিয়ার আইন শৃঙ্খলার সহ উন্নয়নের বিভিন্ন উদাহারন তুলে ধরে বলেন ডুমুরিয়ায় যেভাবে উন্নয়নের জোয়ার বইছে তা অব্যহত থাকবে। এ জন্য সকলের সহযোগীতা কামনা করে তিনি দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।পূর্ণ মন্ত্রী নির্বাচিতর পর ডুমুরিয়ায় এই তার প্রথম আগমন ও গণসংবর্ধনা।মন্ত্রীর আগমনে প্রথমেই উপজেলা প্রশাসেনের পক্ষে উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান সহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পর্যায়ক্রমে বিভিন্ন আঙ্গসংগঠন ও প্রতিষ্ঠান মিছিল আকারে কলেজ মাঠে আগমনের পর পৃথক পৃথক ভাবে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।সভায় শুভেচ্ছা ও সভাপতির বক্তব্যদেন উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক অধ্যাক্ষ নুর অধ্যাক্ষ এবিএম শফিকুল ইসলাম, উদ্দিন আল মাসুদ।উপস্থিত ছিলেন আ‘লীগ নেতা এ্যাডঃ রবীন মন্ডল,শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার অধ্যাক্ষ এবিএম শফিকুল ইসলাম,চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন,গাজী হুমায়ন কবির বুলু,সুরঞ্জিত কুমার বৈদ্য,গোপাল দে,সহ অসংখ্যা নেতা কর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা মোল্লা সোহেল রানা।