বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু
মাগুরায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু
মাগুরা প্রতিনিধি :“উন্নয়নের রোল মডেল ,শেখ হাসিনার বাংলাদেশ ” এ শ্লোগান নিয়ে মাগুরা কালেক্টরেট ময়দান বিজয় চত্বরে গতকাল বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে ।
সকাল ৯ টাই নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয় । এরপর সকাল ১০টাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণভবন থেকে একযোগে দেশের সকল জেলা-উপজেলার উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয় । এ সময় মাগুরায় ভিডিও কনফারেন্সিং এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ , অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো: আজাদ জাহান, সিভিল সার্জন ডা. মুনসী মো: ছাদুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী , পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল ,জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু ,সরকারি-বেসরকারি কর্তকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
মেলায় সরকারের বিভিন্ন বিভাগ সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের তথ্যচিত্র নিয়ে ৬৮ টি স্টল অংশ নিয়েছে । সরকারের এ উন্নয়ন কার্যক্রম তথা প্রান্তিক জনগোষ্টীকে অবহিতকরণ এবং সকল উন্নয়ন কর্মকান্ডের সাথে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসন মাগুরা এ মেলার আয়োজন করেছে । মেলায় সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি,ভবিষ্যত কর্মপরিকল্পনা,এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এসডিজি বাস্তবায়নে জনগণকে উদ্ধুদ্ধকরণসহ শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহ উপস্থাপন করা হবে । এ মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত ।