বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু
পাইকগাছায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা- ২০১৮ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত গণ ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর বিকালে এমডিজি ও এসডিজি সংশ্লিষ্ট বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় “শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়ন” বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর উন্নয়ন মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপ-পরিচালক নিলুফা বেগম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, জোয়াদুর রসুল বাবু, এসএম এনামুল হক, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশত স্টল স্থান পেয়েছে।