রবিবার ● ১৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে যান্ত্রিকী করনের মাধ্যমে বোরো ধানের চারা উৎপাদনে সফল চাষী কৃষক নবদ্বীপ
ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে যান্ত্রিকী করনের মাধ্যমে বোরো ধানের চারা উৎপাদনে সফল চাষী কৃষক নবদ্বীপ
চুকনগর (খুলনা) প্রতিনিধি॥ ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে যান্ত্রিকী করনের মাধ্যমে বোরো ধানের চারা উৎপাদনে সফল হয়েছেন চাষী কৃষক নবদ্বীপ মল্লিক। সে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের সুভাষ মল্লিকের পুত্র। সুস্থ্য সবল চারা উৎপাদন ও কম খরচে অধিক ফলনের লক্ষে তিনি আধুনিক যন্ত্রপাতি ট্রে-পদ্ধতিতে এ ধান বীজ বপন করেছেন। জানাগেছে, এ পদ্ধতিতে প্রায় ৯০ শতাংশ চারা সুস্থ্য ও সবল হয়। যাহা বোরো মৌসুমে রোপন করে অধিক ফলন পাওয়া যাবে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এবং ইউ এস এইড ইলিয়ন বিশ্ববিদ্যালয় ইউ এস এ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও যন্ত্র বিভাগের যৌথ প্রকল্প এপ্রোপিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাবের সহযোগিতায় এ পদ্ধতিতে ধান বীজ বপন করা হয়। কৃষক নবদ্বীপ মল্লিক জানান এ পদ্ধতিতে ধান বীজ বপন করে প্রায় ৯০ শতাংশ সুস্থ্য সবল চারা পাওয়া যায়। এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, কৃষি ক্ষেত্রে আধুনিক যান্ত্রিকী করন পদ্ধতিতে সুস্থ্য সবল চারা উৎপাদন ও কম খরচে অধিক ফলন পাওয়া যায়।