মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় চিংড়ি চাষী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ি চাষী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় আধা-নিবিড় বাগদা এককচাষ পদ্ধতি বিষয়ক চিংড়ি চাষী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সেফ এ্যাকুয়া ফার্মিং ফর ইকোনমিক এন্ড ট্রেড ইমপ্র“ভমেন্ট (সেফটি) প্রকল্পের আওতায় উইনরক ইন্টারন্যাশনাল ও টিএমএসএস এর যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার মঠবাটী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ। উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, এসডি সংস্থার হাবিবুর রহমান বাবুল, উইনরক ইন্টারন্যাশনালের এডিও মাহমুদুল আহাদ, টিএমএসএস’র এএফএফ ইবরার আহম্মেদ ও জিএম আব্দুল গণি। প্রশিক্ষনার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, এনএম জাহাঙ্গীর আলম, এনএম ফিরোজ, পরিতোষ কুমার সরকার, সঞ্জয় কুমার, আশীষ কুমার, এনএম রাকিবুজ্জামান, হাবিবুর রহমান ছান্টু, প্রতিভা রানী রায়, দিপালী বিশ্বাস, বিপুল সরকার, শংকর কুমার নাথ, অনিতা সরকার, সৈকত, সুকুমার, নারায়ন, কামরুল, রেজাউল, রুবেল, গনেশ, আনিছ, শংকর ও সিদ্ধার্থ মল্লিক।