বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » টাচ মোবাইল কেড়ে নিল মিতাকে
টাচ মোবাইল কেড়ে নিল মিতাকে
মাগুরা প্রতিনিধি :
মাগুরা নিজনান্দুয়ালী গ্রামের হাসান শেখের ছোট একটি ঘর। পেশায় একজন চা ব্যবসায়ী। হত দরিদ্র পরিবারের মোট সদস্য সংখ্যা ৫জন। ছোট মেয়ে মিতা খাতুন ছিল একটু বেশি অভিমানী। মিতা এ বছর মাগুরা সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মিতা বাবার কাছে দাবি করেছিল একটা টাচ মোবাইল কিনে দাও। বাবা হাসান শেখের সামান্য আয়ে কোন মত চলে সংসার। টাচ মোবাইল কিনে দেয়নি। তাই বাবার উপর অভিমান করে নিজের ঘরে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বধুবার নিজনান্দুয়ালী এলাকায়।
প্রতিবেশি আলীনূর হোসেন বলেন, মিতা বড় বেশি অভিমানী মেয়েছিল। সে লেখা পড়ায় ভালছিল। তিন ভাই বোনের মধ্যে মিতা ছিল ছোট। তিনি আরো বলেন, মিতা প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে নিজের শোবার ঘরের ঘুমতে যায়। ভোর হয়ে গেলেও ঘরের দরজা আর খুলছে না। মা টুপি খাতুন ঘরের দরজা ভেঙ্গে দেখে মেয়ে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। মৃত্যু আগে একটু চিরকুট লিখে যায়,আমার মৃত্যুর জন্য আমি দায়ি আমার মরদেহ যেন পোস্টমডা না করে ।
জেলা প্রশাসক অতিকুর রহমান বলেন, মা ,বাবার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের বেশি করে ক্লাসগুলোতে ছাত্র-ছাত্রী সচেতন করতে হবে। তিনি আরো বলেন, মিতা মত আর কোন মেয়ে যেন এই ভাবে আতœহত্যা না করে।