বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার মেধাবী শিক্ষার্থী তামিমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
পাইকগাছার মেধাবী শিক্ষার্থী তামিমের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় স্যালাসামিয়া রোগে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী তামিম হোসেনের চিকিৎসার জন্য সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। তামিম উপজেলার চেঁচুয়া গ্রামের দিনমজুর শাহজাহান আলী গাজীর ছেলে। সে চেঁচুয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র। ১ বছর বয়সে তামিমের স্যালাসামিয়া রোগ ধরা পড়ে। গত ৮ বছর জটিল এ রোগে ভুগছে শিশু তামিম। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করানোর পরও কোন সুফল পাওয়া যায়নি। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। অপরদিকে প্রতিমাসে রক্ত কিনে দিতে হয় তার শরীরে। উন্নত চিকিৎসার জন্য যে প্রচুর টাকার দরকার তা দিন মজুর পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সমাজের স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট ০১৯৮৩-১২১৩১৭ নং পার্সোনাল বিকাশ নম্বরে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।