শনিবার ● ২০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখির নিরাপদ আবাসের জন্য শতাধিক গাছে বনবিবির মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখির নিরাপদ আবাসের জন্য শতাধিক গাছে বনবিবির মাটির পাত্র স্থাপন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে পাখি সুরক্ষায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা ও পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। শনিবার সকালে পাইকগাছার মানিকতলার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পাখি সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিবেশ উন্নয়ন সংস্থা বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। এ সময় উপস্থিত ছিলেন, মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খাতুন, শিক্ষক চুমকী রায়, রাখিনা বিশ্বাস, সাজিয়া আরেফিন, প্রীতি সরকার, বনবিবির সাধারণ সম্পাদক আশীষ রায় চৌধুরী মিন্টু, পরিবেশ কর্মী কওছার আলী সহ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরে স্কুল প্রাঙ্গন, গোপালপুর ও বোয়ালিয়া বীজ উৎপাদন খামার এলাকায় প্রায় শতাধিক গাছের নিরাপদ আবাসের জন্য মাটির পাত্র স্থাপন করা হয়।