রবিবার ● ২১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » চাকরি আছে বেতন নেই, ক্লিনিক আছে ওষুধ নেই সংসার ভেঙ্গে যাচ্ছে সিএইচসিপিদের
চাকরি আছে বেতন নেই, ক্লিনিক আছে ওষুধ নেই সংসার ভেঙ্গে যাচ্ছে সিএইচসিপিদের
মাগুরা প্রতিনিধি :
চাকরি জাতীয়করণ না হওয়াসহ নানা সমস্যায় অনেকের সংসার পর্যন্ত ভেঙ্গে যাচ্ছে বলে আক্ষেপ করেছেন চাকরি জাতীয়করণের দাবীতে আন্দোলনরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। রবিবার দুপুরে এসোসিয়েশনের ডাকা ২য় দিনের মত অবস্থান কর্মসূচী তে সদরের গাংনি কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপি মো: সোহেল রানা এসব তথ্য জানান। সোমবার এ কর্মসূচী শেষ হবে। সারাদেশের মত মাগুরায় ৯৬টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা এ কর্মসূচীতে অংশ নিচ্ছে।
সোহেল রানাসহ অন্যরা জানান- সরকারের নিদের্শনা মেনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারবৃন্দ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। কিন্তু গত প্রায় ৬ মাস যাবত কমিউনিটি ক্লিনিক গুলিতে সরকারিভাবে ওষুধ দেয়া বন্ধ রয়েছে। তারা অফিসে গেলে রোগীদের ওষুধ না দিতে পারলে সাধারণ রোগীরা বকাঝকা করেন। ফলে গ্রামের সাধারণ মানুষ কমিউনিটি ক্লিনিকের উপর আস্থা হারাচ্ছেন। অন্যদিকে ২০১৩ সালে সরকার সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি ।অনিয়মিত বেতনের ফলে অভাব অনটনে অনেকেরই সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে। এমনিক সংসার ভেঙ্গে যাওয়ার মত ঘটনাও ঘটছে। ‘চাকরি আছে কিন্তু বেতন নেই।ক্লিনিক আছে কিন্তু ওষুধ নেই’ এমন অবস্থায় তারা প্রতি মুহুর্তে সামাজিক সম্মান হানির শিকার হচ্ছেন।
সংগঠনের মাগুরা জেলার সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাহারুল হুদা, মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফারজানা রিপাসহ অন্যরা।
বক্তারা জানান- ২০.২১ ও ২২ জানুয়ারী নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচী শেষে ইউএনও এবং স্থানীয় এমপি বরাবরে স্মারকলিপি দেয়া হবে। ২৩ জানুয়ারী জেলার সিভিল সার্জনের অফিস এর সামনে অবস্থান কর্মসূচী শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হবে। এর পর সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ঠ ঘোষণা না এলে ২৪, ২৫ ও ২৬ জানুয়ারী কর্মবিরতী ও ২৭ তারিখে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচী পালন করা হবে। ৩১ জানুয়ারীর মধ্যে দাবী মানা না হলে ১ ফেব্রুয়ারী থেকে ঢাকায় আমরণ অনশন করা হবে।