সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » কেশবপুরে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের দাবীতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা
কেশবপুরে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের দাবীতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপি এ্যাসোসিয়েশন কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ৩ দিনের অবস্থান কর্মবিরতি পালনের সমাপনী দিন ২২ জানুয়ারি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তাঁদের চাকুরী জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে সংগঠনের সভাপতি আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে গ্রামীণ অবহেলিত হতদরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। যেখানে কর্মরত সিএইচসিপিদের নিকট থেকে দেশবাসি সর্বোচ্চ স্বাস্থ্য সেবা পাচ্ছেন। অথচ ২০১১ সাল থেকে সিএইচসিপিরা স্বল্প বেতনে চাকুরী করছে। যাদের ইনক্রিমেন্ট ও পেনশনের ব্যবস্থা নেই। বিভিন্ন সময়ে তাদের সূযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ আজও তা বাস্তবায়ন করেনি। যার কারণে স্বল্প বেতনের তাদের পরিবারের ব্যায়ভার বহন দূরুহ হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনির উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি নিশাত সুলতানা রোজি, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য রেশমা খাতুন, বাবুল বিশ্বাস, জাহিদুল ইসলাম, সম্পা দেবনাথ, গৌতম প্রমুখ।