সোমবার ● ২২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » শ্রীপুরে পাঁচ দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন
শ্রীপুরে পাঁচ দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন
মাগুরা প্রতিনিধিঃ জনসচেতনাতা বৃদ্ধি করতে দেশব্যাপীর অংশ হিসেবে গতকাল সোমবার শ্রীপুরে পাঁচ দিনব্যাপী প্রাণিসম্পদ সেবার উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী এ সেবার উদ্বোধন করেন। “ বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা সভায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দিলীপ কুমার কর্মকার। অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ হাসান সোহাগ, শ্রীপুর প্রেসক্লাব সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টু, এস আই মোঃ আব্দুল হামিদ, খামারী মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন খামারীরা উপস্থিত ছিলেন।