মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি, প্রভাব ও অভিযোজন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি, প্রভাব ও অভিযোজন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে কোষ্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাষ্ট্রাকচার (সিসিআরআইপি) প্রকল্পের আওতায় জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি, প্রভাব ও অভিযোজন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাঈদ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির আরবান ক্লাইমেট চেন্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও জলবায়ূ পরিবর্তন ও অভিযোজন বিশেষজ্ঞ সরদার শাফিকুল আলম। এলজিইডি’র চিফ মনিটরিং কর্মকর্তা মোঃ বদরুল হকের পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আব্দুল গফফার, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, আমান উল্লাহ গাজী, প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এম মোসলেম উদ্দীন, মাওঃ সাদেক হোসেন, মাওঃ শামছুদ্দীন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ ও অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা নজরুল ইসলাম। কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, পেশাজীবি, নাগরিক সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলজিইডি’র কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।