বুধবার ● ২৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ডুমুরিয়ায় কমিউনিটি ক্লিনিকে ঔষুধ না থাকায় ভোগান্তীতে রুগীরা
ডুমুরিয়ায় কমিউনিটি ক্লিনিকে ঔষুধ না থাকায় ভোগান্তীতে রুগীরা
অরুন দেবনাথ,ডুমুরিয়া।
ডুমুরিয়ায় ঔষধ সরবরাহ ছাড়াই ৫ মাস ধরে চলছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা।প্রতিনিয়ত রুগীদের ঔষুধ ছাড়াই ফিরতে হচ্ছে খালি হাতে।এ ছাড়া নির্ধারিত সময়ের শুরুতে ও শেষে বেশীর ভাগ ক্লিনিক থাকে বন্ধ।ঘর থাকলে ঔষধ নেই,লোক তকলেও ক্লিনিক খোলা নেই,বিভিধ কারনে যেন হতাশ হয়ে পড়েছে এলাকাবাসি।তার উপর সম্প্রতি চাকুরী জাতীয়করনের দাবিতে আন্দোলোন ইস্যুতে সেবা দানকারী (সিএইচসিপি)দের দেখা নেই বললেই চলে।সব মিলে হতাশার পাশাপাশি, চরম ভোগান্তীতে রয়েছে সেবা প্রত্যাসী রুগীরা।তবে আসছে ফেব্রুয়ারীতে আবারও নিয়মিত ওষুধ সরবরাহ এমনটি জানিয়েছে উপজেলা স্বাস্থ্য আফিস।সংশ্লিষ্ট সূত্রে জানা যায় স্বাস্থ্য সেবা মানুষের দ্বার প্রান্তে পৌছে দিতে ২০১১ সালে ডুমুরিয়ায় ৪০ টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়।সেই থেকে সিএইচসিপি,স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যান সহকারী নিয়োগ এবং ঔষধ সরবরাহের মধ্য দিয়ে স্বাস্থ্য সেবা অব্যাহত রয়েছে। উপকৃত হচ্ছে এলাকার ছোট-খাট অসুখে আক্রান্ত রুগীরা।তাদের হাতের নাগালে ছিল ওষুধ ও সেবা দানকারী।কিন্তু গত বছরের ১৯ আগষ্ট ঔষুধ সরবরাহের পর থেকে হঠাৎ ঔষধ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। কথা হয় ঔষুধ নিতে এসে খালী হাতে ফেরা শরাফপুর এলাকার অঞ্জনা দাসী,রবিন তরফদার,উলা এলাকার রহিমা বেগম,আমেনা বেগম,রামকৃষ্ণপুর কার্তিক মন্ডল সহ অনেকের সাথে।তারা জানান অনেক হয় ঔষুধ পাইনা।তারপরও আবার ছুটে আসি ঔষুধ নিতে।ডাক্তাররা শুধু বলে ঔষুধ নেই।এ ভাবে আশায় আশায় ছুটছি আজ কয়েক মাস।কি কারনে ঔষুধ পাইনা জানি না।তারপর আবার বেশীর ভাগ সময় দেখি ক্লিনিক বন্ধ।সব মিলে অনেক ভোগান্তীতে রয়েছি আমরা।কি কারনে ক্লিনিক বন্ধ থাকে এমন প্রশ্নের উত্তর জানতে কথা হয় ডুমুরিয়া জোয়াদ্দার পাড়া ক্লিনিকের সিএইচসিপি প্রশান্ত কুমার সরকার,উল্
ক্লিনিকের সিএইচসিপি সুধাময় রায় সহ অনেকের সাথে।তারা জানান চাকুরী জাতীয়করনের দাবিতে আমরা এখন আন্দোলোন ্স্যুতে মাঠে রয়েছি যে কারনে অনেক সময় ক্লিনিক বন্ধ রাখা হয়।তবে ঔষুধ সরবরাহ না থাকার কারন জানিনা।ঔষুধ ছাড়া খালী হাতে কেন রুগীদের ফিরতে হচ্ছে এমন প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসান জানান কোম্পানী
সময়মত ঔষুধ সাপলাই দিতে পারছে না এমনটি জানা গেছে।তবে আসছে ফেব্রুয়ারীতে আবারও নিয়মিত ওষুধ সরবরাহ হবে বলে আশা করছি।